Welcome

Welcome to my world of dreams.... Here DREAMS are free, so FREE your dreams

Sunday, November 13, 2011

আমি অপার হয়ে ~ লালন

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনা ঘোর সংকটে
না দেখি উপায়... পাড়ে লয়ে যাও আমায়

নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পবন
তাই তো দিই দোহাই ... পারে ...

অগতি না দিলে গতি
ওই নাম রবে অক্ষ্যেতি
ফকির লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায় ... পাড়ে লয়ে যাও ।

No comments:

Post a Comment