Welcome

Welcome to my world of dreams.... Here DREAMS are free, so FREE your dreams

Thursday, October 30, 2008

To My Child














Just for this morning, I am going to smile
when I see your face and laugh
when I feel like crying.
Just for this morning, I will let you choose
what you want to wear, and smile
and say how perfect it is.
Just for this morning, I am going
to step over the laundry
and pick you up and take you to the park to play.


Just for this morning, I will leave
the dishes in the sink,
and let you teach me
how to put that puzzle of yours together.


Just for this afternoon, I will unplug the telephone
and keep the computer off,
and sit with you in the backyard
and blow bubbles.
Just for this afternoon, I will not yell once,
not even a tiny grumble when you scream
and whine for the ice cream truck,
and I will buy you one if he comes by.


Just for this afternoon, I won't worry about
what you are going to be when you grow up,
or second guess every decision
I have made where you are concerned.


Just for this afternoon, I will let you
help me bake cookies,
and I won't stand over you
trying to fix them.


I will think about the mothers and fathers
who are searching for their missing children,
the mothers and fathers who are visiting
their children's graves instead of their bedrooms.


The mothers and fathers
who are in hospital rooms watching
their children suffer senselessly and
screaming inside that little body


And when I kiss you goodnight
I will hold you a little tighter,
a little longer.


It is then, that I will thank GOD for you,
and ask him for nothing, except
one more day................

Monday, October 27, 2008

মা...

দশ মাস দশ দিন ধরে গভে ধারন
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হটাত কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাধণ কোথা হারাল

সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে
খুজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে...
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেদেছি আর কাঁদতে পারিনা ।



Thursday, October 23, 2008

Children

Your children are not your children.
They are the sons and daughters of
Life's longings for itself
They come through you
but not from you,
And though they are with you
yet they belong not to you.

You may give them your love
but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies
but not their souls.
For their souls dwell
in the house of tomorrow,
which you cannot visit,
not even in your dreams.

You may strive to be like them,
but seek not to make them like you.
For life goes not backwards
nor tarries with yesterday.

You are the bows from which your children
as living arrows are sent forth.
The Archer sees the mark upon the path
of the infinite,
and He bends you with His might that
His arrows may go swift and far.

Let your bending in the
Archer's hand be for gladness;
For even as he loves the arrow that flies,
so He loves also the bow that is stable


Kahlil Gibran - The Prophet

Wednesday, October 22, 2008

Jibon jokhon

জীবন যখন ছিল ফুলের মত
পাপড়ি তাহার ছিল শত শত ।
বসন্তে সে হ'ত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা
তবুও যে তার বাকি রইত কত ।

আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই ।
হেমন্তে তার সময় এল এবে
পূণ করে আপনাকে সে দেবে,
রসের ভারে তাই সে অবনত ।।
...রবীন্দ্রনাথ ঠাকু

Monday, October 13, 2008

She....


She may be the face I can't forget
The trace of pleasure or regret
May be my treasure or the price I have to pay

She may be the song the summer sings
May be the chill the autumn brings
May be a hundred different things
Within the measure of the day.

She may be the beauty or the beast
May be the famine or the feast
May turn each day into a heaven or a hell

She may be the mirror of my dream
The smile reflected in a stream
She may not be what she may seem
Inside her shell

She, who always seems so happy in a crowd
Whose eyes can be so private and so proud
No one's allowed to see them when they cry

She may be the love that cannot hope to last
May come to me from shadows of the past
That I'll remember till the day I die

She may be the reason I survive
The why and wherefore I'm alive
The one I'll care for through the rough and ready years Me,
I'll take her laughter and her tears
And make them all my souvenirs
For where she goes,

I've got to be The meaning of my life is...she

Friday, October 10, 2008

before storm....


আমার আছে জল

আমার আছে জল
সেই জল যেন পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বনবাসী সুর
বিষাদে কোম্ল
আমার আছে জল।।

আমার একার সেই কালো দিঘি
একাই আমি জলে নামি
কেউ নেইতো কাছে ও দূরে
অন্য ভূবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে
ফোটাই নীল কমল
আমার আছে জল।।

ঝুম বরষায় ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে
মেঘে বৃষ্টিতে
ভিনগ্রহ বাসী আজ তুমি
আমার একার জল উতসবে
কেব্ ল অশ্রুজল
আমার আছে জল।।

Saturday, October 4, 2008

একটা ছেলে মনের আঙ্গিনাতে

একটা ছেলে মনের আঙ্গিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
কোন পাহাড়ি ঝরনা খুজে
বৃষ্টি জলে একলা ভিজে।

সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে।

আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোনে
সবুজ বনে নীলচে আলো জেলে
‍‌স‍‌প্ন ভেজা মাটিতে পা ফেলে

সেই ছেলেটা হটাত এলো মনে।

ছোট্ট আমি দুষ্ট সে যে
কেমন যেন হলাম জরসর
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে

বুক ভরা আবেগ টুকু দেখে
হটাত করে হয়ে গেলাম বড়
বন, পাহাড়ি ঝরনা, বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে।