Welcome

Welcome to my world of dreams.... Here DREAMS are free, so FREE your dreams

Sunday, June 27, 2010

সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়

সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা
তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়ে ছিলে
কৃঁষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে
আমি কৃঁষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা
দুচোঁখ ভরে দেখে নিলাম।

তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে
আমার মনটা ছড়ানো ছিল যেখানে
আমি দেখলাম শুধু দেখলাম
আর সুখের কান্না কেঁদে গেলাম ।

কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে
আমার কিছুই হলনা বলা তোমাকে
শুধু বুঝলাম আমি বুঝলাম,
এক নতুন বেদনা খুঁজে পেলাম

No comments:

Post a Comment