Welcome

Welcome to my world of dreams.... Here DREAMS are free, so FREE your dreams

Saturday, October 4, 2008

একটা ছেলে মনের আঙ্গিনাতে

একটা ছেলে মনের আঙ্গিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
কোন পাহাড়ি ঝরনা খুজে
বৃষ্টি জলে একলা ভিজে।

সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে।

আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোনে
সবুজ বনে নীলচে আলো জেলে
‍‌স‍‌প্ন ভেজা মাটিতে পা ফেলে

সেই ছেলেটা হটাত এলো মনে।

ছোট্ট আমি দুষ্ট সে যে
কেমন যেন হলাম জরসর
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে

বুক ভরা আবেগ টুকু দেখে
হটাত করে হয়ে গেলাম বড়
বন, পাহাড়ি ঝরনা, বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে।

No comments:

Post a Comment